✍️মিঠু মল্লিক বৈদ্য
অদেখা সব আপন জনে
দেখার সুপ্ত অভিলাষ,
এসেছিলাম তাই কোন এক প্রাতে
শান্ত আলোর পথ বেয়ে।
নানা রঙ্গের দিনগুলি সাজিয়ে
আপন হাতে বেঁধেছি আলয়,
সৌম্য মলয়ে করেছি রচন,
যেথায় শোভিত একান্ত প্রিয়জন।
দিনে দিনে এগিয়েছে সময়,
স্বপ্নের ভুবনে অনাবিল স্রোতে
হেঁটেছি আমি জানা অজানাকে
পাথেয় করে,হারিয়ে অলির সুভাসে।
আসেনি ক্লান্তি,থামেনি চরণ
অভিজনের লাগি ছুটেছি দিকবিদিক।
সকল যাতনা আপন ঝুলিতে রাখি
উদার মনে বিলোয় শুধুই খুশী।
চাওয়া পাওয়ার তুল্যাঙ্কে আজ
নেমেছে নূন্যতা,নৈরাশ্যের পৃথিবীতে
আমি একা,মৃত্যুদূত রইলো অপেক্ষায়
ভাইরাস ছোঁয়েছে আমায়, আর ছেড়েছে সবাই।