✍️সুরজিৎ নমঃ
ঘন ঘন মেঘ হয়ে আকাশে জম্মাও তুমি।
প্রবাল জলধারা হয়ে বৃষ্টি রূপে আসো ভৃপৃষ্টে।
নদীনালা করে তোলো প্রানময় , সবুজকে করো সতেজ। গাছ পালা খুঁজে পায় বাঁচার নতুন রসদ।
মাটির বুকে জমা হয় মধু , কৃষকের মনে জম্মায় নতুন আলো।জমি হয় উর্বর, ফসল ফলে অধিক।মানব কল্যাণে তথা সৃষ্টির কল্যাণে রেখে যাও অবদান। প্রকৃতিকে নতুন করে সাজাও এই সৃষ্টি , তুমি তো সেই বৃষ্টি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন