রূপক পোদ্দার
ভালোবাসাটা এরকম চাই, তোমার প্রেমে বার বার মাতোয়ারা হয়ে যাই। হাতে হাত ধরে শুধুমাত্র তোমার সাথে জীবনের এই কঠিন পথে এগোতে চাই, কি থাকবে তো তুমি সারাজীবন আমার পাশে। তোমার প্রশ্ন আমি বদলে গেলাম কেন? তোমার জন্য নিজে বদলে গেছি, বদলে গেছি বলেই তো তোমার জীবনে আমার অভাবটা তোমাকে বোঝাতে পারব আমার গুরুত্ব তোমার কাছে কতটুকু। কেউ খোঁজার নেই ভেবে তাই হারিয়ে যেতে চাই, দূরে গগনের নীল আকাশের কোনো ঠিকানায় যেখানে থাকবে শুধু তুমি আর আমি। মেঘগুলো আজ ছুঁয়ে ছুঁয়ে যায় আমার এ যে কি আনন্দ মনের উঠোনে, টুপ্ টুপ্ টুপ্ দুয়েক ফোঁটায় পুলকিত শিহরণ পথের দাবি পথেই থাক হোকনা সে পথ রংবিহীন উষ্ণতাকে মাপার কাঠি, না হয় হারাক রাত্রিদিন।আমি অনেক বোকা হতে পারি, অনেক অবাধ্য হতে পারি, অনেক রাগি হতে পারি,
আমি অনেকের কাছে খারাপ ও হতে পারি, বিধাতার প্রকৃতির নিয়মের কাছে আমরা কিন্তু সবাইকে খুশি করতে পারিনা বা খুশিতে থাকতে পারিনা। আমি কালকেও হেসেছি, আমি আজ ও হাসছি এবং আমি আগামীকাল ও হাসবো, শুধুমাত্র এইজন্যই কারণ জীবন বড়ই ছোট,কান্নাকাটির করার জন্য নয়। চোখের ভাষা সে তো চোখ-ই জানে, স্বপ্নের কথা সে তো ঘুম-ই জানে। আজ ও মন ভাবে তার কথা আজ ও চোখ খুজে তার দিশা, আজ ও আমি হাসি তার সুখে আমি আজ ও কাঁদি তার দুঃখে আজ ও আমার স্বপ্নে আসে, জানিনা আজ ও সে আমায় ভালবাসে কি না। যুগযুগ ধরে ছুঁয়ে এসেছ লতায় পাতায়, তবু যেন ছোঁয়া হয়ে ওঠেনি, ভালো করে দেখা হয়ে ওঠেনি কিছু পাওয়া হয়নি। ভালোবাসার সাধ মেটেনা তো কিছুতেই মেটেনা।কেউ জানেনা কেন কাঁদে এ মন, কেউ জানে না কষ্ট কোথায় লুকিয়ে আছে, ভিতরে অনেক কষ্ট তাই। সময় বদলে যায়, পরিবেশ বদলে যায়, মানুষের মন ও বদলে যায় আজ যাকে ভালো লাগে, কাল তাকে ভুলে যেতে সময় লাগে না এতটুকু ও। যাকে ভালবাসি ভালবাসি বলতে গলা শুকিয়ে যেত , আজ তার মুখটি ভাল করে মনে ও পড়ে না ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন