গিয়েছিলাম আজ আরেকটিবার
তোকে সব বলবো বলে,
ভেবেছিলাম আজ মনের জ্বালা, যন্ত্রণা, আবেগ, অনুভূতিগুলো তোকে জানাবো।
জানিস! চেষ্টাও করেছিলাম
তবে পারিনি রে, পারিনি কিছুই বোঝাতে,
ভেবেছিলাম হৃদয় খুলে দেখাবো;
দেখাবো কতটা ক্ষত, এখন রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে!
পারিনি রে, আজও হেরে গেছে হদয় মস্তিষ্কের কাছে।
তুইও বুঝলি না আমি বোঝাতে পারিনি বলে,
আজীবন অবুঝ হয়েই থাকুক তোর হৃদয়।
জানি একটা সময় পর আমি অপরাধী তকমাই পাবো,
সেটা আমি আজই মেনে নিলাম নিরবে,,,,,!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন