খোঁজ

    ✍️ মন্দিরা ভারতী

মেঘলা দিনের বৃষ্টিতে
  দুই নয়নের দৃষ্টিতে
একলা বসে বারান্দায়
সখী যখন নাই
   তুমি খুঁজছো গো কারে?

শুনেছি তোমার মনের মানুষ
গেছে চলে বহুদূরে
তবু কেন ডাকো তারে
বৃষ্টি দিনে সুরে সুরে?
তুমি ডেকো না গো
তুমি ডেকো না আর তারে।

তার নৌকো ডিঙি
ভেসে গেছে দূরে,
মাঝি বায়ছে ভিন্ন দিশায় এখন
এই কিনার ভুলে।

সে তো আসবে না আর এই পথে 
তুমি খুঁজছো গো যারে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন