বৃদ্ধাশ্রম থেকে বলছি

✍🏻পূজা মজুমদার

ওহো মানবজাতি, শুনতে পারছো কি?
আমি এক অভাগা, বৃদ্ধাশ্রম থেকে বলছি!
জীবন এক যুদ্ধ ক্ষেত্র, যুদ্ধ করতে হয় দৈনিক 
সেখানে আমি এক অভাগা পরাজিত সৈনিক 

শোন হে মানবজাতি
ভীষন ভালো আছি হেথায়, পেয়েছি অনেক জ্ঞাতি
বলছি কেন ভালো তবে শুনবে কি অভাগার জীবনী?

ঘরটা ছিলো ভীষণ ফাঁকা, থাকতাম আমি বোকা
কইতো না কেউ একটি কথা, লাগতো বড্ড একা।

ঘরে ছিলো শুধু তিনটি লোক, তার মধ্যে এক খোকা
আসতো সে গভীর রাতে এটাই যে ছিলো তার পেশা।
সম্বল বলতে এই খোকা, আমায় খুব ভালোবাসতো
জানা ছিলো না এই ভালোবাসা শুধু এক লোভের নাম মাত্র। 

বৌমা ছিলো যেমন রুপবতী, তেমনি ছিলো শিক্ষিত, 
সারাদিন মোবাইলের নেশায় তার মস্তিষ্ক ছিলো বিকৃত। 
বললে কে কার কথা শুনে, থাকতো সে নিজের মতো!
আমি এক অভাগা বুড়ো থাকতাম নিজের মতো।

তিনবেলা মিলে একবেলা দে, তাও একটা শুকনো রুটি 
নিজের ঘরে চলে অন্যের বাহাদুরি! 
ছেলে আমার দেখেও করতো না দেখার ভান
ছি! কি বলছি এসব, তার কাছে তো আমি ছিলাম এক জড়বস্তুর সমান।

এই জায়গা টা বড্ড ভালো, গল্প করার সাথী পেলাম কতো!
এই জীবনটা নতুন ভেবে কাটিয়ে দিচ্ছি নিজের মতো!
নিজের বাড়ি ছেড়ে আমি থাকি অন্যের ঘর
ধন্যবাদ জানাই তাকে, যে এই বৃদ্ধাশ্রমের কারিগর!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন