ভবানী বিশ্বাস
রাজ্য নেই, রাজকর্ম নেই
নেই রাজ্যপাট ,
কথার মালা গেঁথেই তুমি ,
হয়েছো সম্রাট।
না আছে সৈন্য তোমার
না আছে প্রজা ,
এর পরেও তুমি কবিবর
এই ভুবনের রাজা।
সম্বল তোমার তুলি - কলম
আর যে কালি - দোয়াত ,
এইটুকু অস্ত্র নিয়ে গুরু -
করলে তুমি এ বিশ্ব বাজিমাত।
দিয়ে তুমি ভালোবাসা
জাগিয়েছো কতো আশা ;
ভরেছো মানব হৃদয় ।
তোমার মরমী লেখা -
শুকিয়েছে অশ্রু রেখা,
ভালোবাসায় করলে সখা
সাহিত্যের রণ জয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন