✍️গোপাল দে
কলমের ডগা থেকে
সদ্যমুক্তি পাওয়া প্রতিটা শব্দ
আজ এক নিদারুণ লজ্জায় লজ্জিত,
কলঙ্কের বোঝা মাথায় নিয়ে
বিশ্বের দরবারে মাথা হেঁট করে
লেখনী স্তিমিত হয়ে পড়ে।
প্রতিবাদী হতে গিয়ে পরক্ষণে
অধিকার হারিয়ে ফেলেন বাক্ দেবী,
বিচারের প্রতিটা বাণী শুধু
নীরবে নিভৃতেই কাঁদে
হাজারো মিছিলের ভিড়ে।
না,এ পৃথিবী আর
শিশুর বাসযোগ্য হলো না,
কবির সেই অঙ্গীকারও আজ ভূলুন্ঠিত।
জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিতে গিয়ে
ধরিত্রী আজ কলুষিত,কর্দমাক্ত,লজ্জিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন