কানু বনিক
শরতের নির্মাল্য আলোতে স্রোতস্বতীকে যতটা স্বচ্ছ মনে হয়;
তারই চরাঞ্চলে কাশঝাড়ের নিভৃতবাস।
শ্রীপল্লবী আজ ততটা পুষ্পিত, মেঘহীন আকাশ যতটা মনোহর হয়।
বেলাশেষে স্নেহভাজনরা দূরে থাকলেও, সেঁজুতির আলোতে খুঁজে নেওয়া যায়।
আলেখ্যগুলি আজ অন্তরালে, শিউলি তার সুগন্ধ ছড়ায়; ঠিক তখনই মেদহীন কথামালার কুঞ্জকুটিরে মেঘমল্লার গুণকথন হয়।
প্রভাতী সংগীতে' আত্মার শুদ্ধিকরন যতটুকু করা যায় ; মন ছুঁয়ে যাওয়া কথাগুলো ততটাই বিকশিত।
মহানন্দার হ্রদয়ে থাকা অজস্র অনুভূতি, প্রকাশিত হতেই তা হয় আলোকময়;
সনাতনী ধারাতে রাজগৃহে আজও মহাবাক্য পাঠ হয়।
দূরের সংগ্রামীরা যতটুকু স্বাভিমানি, একটু হাত বাড়ালেই কাছে পাওয়া যায় ;
একটুখানি স্ততিবাক্য পাঠে তাদের পরম বন্ধুও হওয়া যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন