চির দ্বীপ

   ✍️শাশ্বতী দেব

তুমি ছিলে স্রষ্টা বন্দেমাতরম গানের, 
আনন্দমঠ ছিল তোমার রচনা। 
তোমার লেখনীতে ভাষা ফুটে উঠত  অনল, 
তোমার ভাষা ছিল না সবার বোধগম্য। 
তোমার লেখায় ঝড়ে পড়ত অনেক শত সহস্র শব্দ ভান্ডার, 
লেখনীর দূরন্ত প্রতাপ আজ ভেঙে দিল শব্দের সমস্ত বেড়াজাল। 
দুর্গেশনন্দিনী ছিল তোমারই এক অনুপম কৃতিত্ব। 
রাধারানী ছিল তোমার অন্যতম লেখা। 
তোমার লেখায় ঝড়ে পড়ত কুসুম, 
তোমার নাম থাকবে চিরদ্বীপের ন্যায় জলন্ত শিখার মতো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন