প্রতীক্ষা

   ✍️ সংহিতা ভট্টাচার্য্য
""""""""""""""""""""""""""""""""""
চারিদিকে উৎসুক জনতার ভিড় 
আমি দাঁড়িয়ে মঞ্চে,
অসহায়, দুর্বল, অবলাদের হাততালিতে মুখরিত চারপাশ। 

একটা শর্ত পূরণ হলো
লড়াইয়ে সফল আমরা...
আজ থেকে আর কোনদিন ...
কোন কন্যাভ্রূণ হত্যা হবে না,
পণের জন্য কোন গৃহবধুকে পুড়িয়ে মারা হবে না,
কেউ ধর্ষিতা হবে না, 
চিরতরে নারী নির্যাতন অধ্যায়ের আজ পরিসমাপ্তি......
এই ঘোষণাটি দিয়ে মঞ্চ থেকে নেমে আসছি...

ঝরঝর করে দু'চোখ বেয়ে ঝরে পড়ছে আনন্দাশ্রু ...
বুকের ভেতর হাজারো আতসবাজির রোশনাই ...
হাজারো খুশির ঢেউ আছড়ে পড়ছে মনের গহীনে...।

হঠাৎ ঘুম ভাঙলো।
আমি স্বপ্নে আবিষ্ট...
ঘুমের আবেশ থেকে বেরিয়ে দেখি,
হায়! সবই যে ফাঁকি।

 এ জীবনে নারীমুক্তির সাক্ষী হওয়া 
আমার হয়েও আর হলো না!

দেখলাম সাঁকোর ওপারে স্বপ্নগুলো জ্বলজ্বল করছে.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন