দেশ ছেড়ে বিদেশে করবো ঘুরাঘুরি
এটাই আমার মনের আশা,
দেখবো নানা রকম মানুষ।
শিখবো তাদের আঞ্চলিক ভাষা,
বন্ধুর মতো করবো আচরন।
মনে রাখবে গভীর ভালোবাসা,
দেখবো তাদের আচার আচরণ।
দেখবো ঘুরে ফিরে তাদের দেশ,
মিশবো তাদের সাথে আবেগ মেখে ।
মিশবো আমি তাদের সাথে,
বন্ধু মতো খেলবো তাদের সাথে খেলা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন