কঠোর সমাজ

    ✍️শতাব্দী দেবনাথ

সভ্যতা আজ আধুনিকতায় দিল পাড়ি, 
তবুও কেন ধর্ষিত হচ্ছে হাজারো নারী? 
ধর্ষকরা রাস্তায় বুক ফুলিয়ে হাটে
তাঁদের হয় না  কোনো লাজ, 
ধর্ষিতা লজ্জায় মুখ লোকিয়ে
 পড়ে থাকে সমাজের এক কোনায়।। 
সমাজের সচেতনতা কি কষ্ট পাচ্ছে? 
সবকিছু জেনেও যে পিঠ বাঁচাচ্ছে। 
দেবী দূর্গা সে তো দূর্গতি নাশিনী 
পরাধীনতার শিকার হতে সেতো এ জগতে আসেনি। 
কেন লোকে অ্যাসিড ছুঁড়ে, পোড়ালো মুখ তার  
সে কেন ভালো বাসেনি সেটাই কি দোষ তার??

একটি মন্তব্য পোস্ট করুন