✍️প্রবীর পাঁন্ডে
---------------------------------
বিশ্বজুড়ে কত রাজা, একরাট,বিরাট
তবুও একলা তুমিই সাহিত্য সম্রাট।
বঙ্কিম তোমার সৃষ্ট সাহিত্য আলোকে
করেছে আলোকময় গোটা বাংলাকে।
বঙ্গবাসী বাঙালিকে হে গল্পকার-
কত অদ্ভুত আখ্যান দিয়েছো উপহার।
ঔপন্যাসের জগতে করিলে রচনা
যে নব ধারার, তার নাহিকো তুলনা।
ইতিহাসকেও তুমি গল্পের আকারে
করেছো রচনা যেন কত না প্রকারে।
সাহিত্যের সাধু ভাষা করিয়া উদ্ধার
করিলে উন্মোচন নব দিগন্তের দ্বার।
কত নব নব চরিত্রের করেছো যে সৃষ্টি;
রজনী কে দিয়েছে শেষে আলোকের দৃষ্টি।
প্রবন্ধে,গল্প-কথায় ত্যাগের মহিমা
সগর্বে তুলেছো ধরে,বিচিত্র উপমা।
তোমার বন্দনা গীত 'বন্দেমাতরম্'
আজও ভারত মাকে জানাই প্রণাম।
হে মহান বঙ্কিমচন্দ্র, হে সাহিত্য রাজ
সামান্য তো নও তুমি, ঋষি তুমি আজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন