শৃঙ্গার

    ✍️  কৃষ্ণ দাস 

এই যে কিশোরী শুনছো ,
সময়ের মোহজালে কানামাছি ভোঁ দৌড় দেয় আপন পরানের শৃঙ্গার।
আলো আঁধারিতে পথ খুঁজে না পেয়ে বৈধতা গ্রহণ করে নিলাম,
তুমি কি নির্জন পথের পথিক হবে।
মাথার শৃঙ্গার করে রাখা সেই সমস্যার কারণ।।
কর্ম ,ধর্ম নিয়ে নিজের পরিচয় গোপন রাখা সেই কথা।
আচ্ছা এই যে কিশোরী মেয়ে শুনছো ,
তুমি কি জানো কিসের আলামত নিজ আশা হইতে বাহির হইয়া যায়?
তুমি মস্ত সেয়ানা বিপ্লবী মানুষ তো বাপু ,
কেনো হে কিশোরী মেয়ে,
তোমার সুন্দর কথা তবে,! 
তবে তুমি তোমার কষ্ট টাকেই মাথার শৃঙ্গার করে নিলাম বলে বেড়াও!!!
ওহে মেয়ে ,
আমার কাঁধে যে ভারী স্বপ্ন রে মেয়ে।।
আচ্ছা মানুষ তো তুমি ,
কেনো? 
তোমার কথার অর্থ বহন করে কিছু মূল্যহীন ঠিকানা ।।
ঠিক বলেছিস রে মেয়ে ,
সব প্রশ্নের জবাবে বলি, 
নিজের পরিচয়,নিজের সাধ্য কেই নিজের জীবনের , 
নিজের মাথার শৃঙ্গার করে রাখি ।।
তবে তুই কোথায় যেনো যাচ্ছিস রে মেয়ে ??
              প্রথম অংশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন