ধ্রুবতাঁরা

   ✍️ সম্পা কর্মকার

সাহিত্যের পথের পথিক সে,  আপন মনে চলেছে তাঁর লেখনী। 
বিন্দু বিন্দু লেখনীর আদলে গড়ে তুলেছে সাহিত্য নগরী।।
সাহিত্যের আঙ্গিনায় এনে দিলো লাবণ্যময়ী রূপ।
তাই তো সাহিত্য সম্রাট জুটিল তার স্বরূপ।।
দুর্গেশনন্দিনী রচনা তোমার , প্রাণে করে প্রেমের সঞ্চার।
বিশ্ব ইজতেমায় ব্যাপ্ত তোমার সাহিত্যের জলছবি।।
তোমার লেখনীতে ফুটে উঠে জনজীবনের প্রতিচ্ছবি।
বাংলার জগতে বঙ্কিম তুমি অনন্য ধ্রুবতাঁরা।।
নিমড়ানু লেখা তোমার স্বপ্নের মতো সুন্দর, সুন্দর তোমার প্রকাশনা।
মুগ্ধ হয়ে পাঠ করতে গিয়ে হই আনমনা ।।
তোমার অঙ্গুলির টানে উঠে আসে জগতের মঙ্গল-কামনা।
কবি তুমি জুড়ে আছো মোদের হৃদয়ের গহীন আঙ্গিনা ।।
তব চরণে লহ কবি শতকোটি প্রণামাঞ্জলি ।
তোমার জন্মজয়ন্তীতে জানাই শ্রদ্ধাঞ্জলি ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন