✍️সীমা দাস।
ধরাম ধরাম ,
উল্টে গেছে তাক।
সন্ধানি আলোয়,
উইপোকা বেঁধেছে ঘর।
পাতায় পাতায় জমেছে ধুলো,
এক ফোয়ারাতেই ছিটকে যায়।
কোন ঘেঁষে ঘাপটি মেরে,
লুকোচুরি খেলে বারবার।
দিন থেকে রাতের শেষ,
তাড়া করে খোঁজখবর।
একটু পরপরই মনে হয়,
হলাম বুঝি মুখোমুখি।
পাতার পর পাতা,
উল্টে গেছে অসহায়ের মত।
থামতে তবু নারাজ,
আজ হবে পাকা দেখাদেখি।
ওই অগোছালো একটি পাতায়,
হারিয়ে গেছে তোর স্মৃতি।
নিবেদিত কলমে তৈরি,
তোর লেখা শেষ চিঠি।
আজ তাই ফিরে আয়,
ছবি আঁকি পাঁচিল জুড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন