রক্তজবা


            ✍️শুভ্রা দেব

তোমার দীর্ঘ অনুপস্থিতিতে
বাম দিকের ঘরটায়
 মাকড়সাদের গণবস্থান;
মনের জমানো অভিমান 
বাড়ির সামনের ডোবায় 
পদ্ম হয়ে ফুটেছে।

অমাবস্যা শেষে একসাথে
চাঁদ দেখার আশা নিয়ে
উঠোনের কোণে 
রক্তজবা গাছটায় 
রোজ সকালে জল ঢালি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ