✍️হাসনাইন সাজ্জাদী
উঠো মেরুদণ্ড সোজা করো এবং কেঁদো না
হতাশ হয়ো না মানুষ
অন্ধকারের পর আলো আসে
আলোর প্রতীক্ষায় আছি অন্ধকারের পর
আলো আসে
যেমন দুঃখের পর আসে সুখ
নিশ্চয়ই পৃথিবীর চক্রাকারে ঘূর্ণনে রয়েছে আলো আঁধারের পর্যাবৃত্তি
ভালোর সঙ্গে যেমন রয়েছে মন্দ
বিজ্ঞানের সঙ্গে ধর্ম যেমন করেনি কোনোদিন সন্ধি
যুদ্ধে যুদ্ধে মাতৃগর্ভে শুক্রাণু ডিম্বানুর বিজয়ে মানুষ
সে মানুষের পরাজয় হবে জন্মের আগে থেকে
যুদ্ধজয়ী মানুষ
পৃথিবীর পথে পা রেখেই মানুষ যুদ্ধ করেছে
প্রকৃতির সঙ্গে পরিবেশের সঙ্গে প্রতিবেশের সঙ্গে
স্বস্তি এখানেই মানুষের জ্ঞান-বিজ্ঞানই মানুষের অস্ত্র
যুদ্ধ করে করে বিজয়ী মানুষ
ধর্ম তাদের আর পরাজিত করতে পারবে না কোনোকালে
সাহস রাখো মানুষ যুদ্ধে না নামলে বিজয়ী তুমি হবে কেমন করে?
আমি তো বলছি আমাদের দুঃখ ও অস্থিরতাগুলোকে
আমরাই পারি করতে
কারো সমীপেই নিবেদন করবে না মানুষ
মানুষ লড়বে আপন শক্তিতে দুর্বৃত্তদের সঙ্গে
জেনে রেখো,মানুষের বিজয় অতি সন্নিকটে
আর প্রকৃতির সাহায্য নিকটে যদি তুমি ন্যায়বান হও
যদি তুমি ন্যায়বান হও আর
নারী ও বৃদ্ধবৃদ্ধাদের প্রতি হও বিনয়াবনত
যদি তুমি শিশুদের প্রতি হও বিজ্ঞানমনস্ক
তবে তোমার বিজয় ঠেকায় কে?
একমাত্র ধর্মান্ধ ছাড়া
একমাত্র প্রকৃতির সঙ্গে যারা
অন্যায় করবে তাদের ছাড়া অন্য কেউ
প্রকৃতির ন্যায়বিচার থেকে নিরাশ হবে না
প্রকৃতি কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চেয়ে বেশী
এমন অনাচারের বোঝা চাপিয়ে দেন না
যা তার বহন শক্তির ক্ষমতার বাইরে
এবং অবশ্যই মানুষের উপর কিছুটা ভয় ও ক্ষুধা
কষ্টদায়ক হয়ে থাকে
সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফল-ফসল বিনষ্টের কষ্ট
মানুষের জন্য যুদ্ধের অংশ
মানুষতো এ যুদ্ধ করেই টিকে আছে
আজন্মকাল চলে আসা যুদ্ধ থেকে জয় পরাজয়ের মাধ্যমে
প্রকৃতি থেকে মানুষের জন্য সুসংবাদ ও দুঃসংবাদ নির্ধারিত হয়
হে মানুষগণ, তোমরা ধৈর্য্য প্রচেষ্টার মাধ্যমে তোমাদের
অধিকার আদায়ের চেষ্টা কর
নিশ্চয়ই যুদ্ধে যুদ্ধে মানুষ বেঁচে আছে
ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে সঙ্গে জীবন স্পন্দন
সাহসী যোদ্ধাদের জন্য রয়েছে সুসংবাদ
কখনো যুদ্ধ ব্যথিত কেউ হয়নি মনস্কাম
চেষ্টা করে কেউ ব্যর্থ হয়নি
অতএব,কোনোরূপ হতাশায় আর ভাগ্যের দিকে তাকিয়ে থাকা নয়
বিজয়ের জন্যে পৃথিবীতে টিকে থাকার জন্যে
লড়তে হবে তাহলেই
তবেই সফলকামী এবং বিজয়ী হবে মানুষ
0 মন্তব্যসমূহ