আমরা নারী


            ✍️দীপক রঞ্জন কর

আমরা নারী
গর্ব করে বলতে পারি,
আমরা ঘর পরিবার চালাই 
আবার রাজ্য দেশ চালাতে পারি।
আমরা নারী উড়োজাহাজ উড়াই,
চালাতে পারি ঘোড়ার গাড়ি।
আমরা নারী চাঁদেও দিই পাড়ি।

আমরা নারী 
উচ্চস্বরে বলতে পারি,
সাত সমুদ্র দিই পাড়ি।
পাহাড় চূড়ায় অবতরণ করি।
সন্তানকে ধারণ করি, আমরা
মা,বোন,স্ত্রী,কন্যার ভূমিকা পালন করি।
আমরা দেশের জন্য বলিদান দিতে পারি ।

আমরা নারী,
আমরা সোনার ফসল ফলাতে পারি,
প্রতিযোগিতায় সোনা ঘরে তুলতে পারি। 
দেশের নাম উজ্জ্বল করি। 
পিছিয়ে নই কোন কিছুতেই
মাথা উঁচু করে বাঁচতে পারি ।
আমরা নারী স্বাধীনভাবে বলতে পারি।

আমরা নারী,
কাঁধে কাঁধ মিলিয়ে সর্বত্র চলতে পারি ।
আমরা নতুন কিছু আবিষ্কার ও করি,
স্বপ্ন সফল করতে পারি।
আজ আমরা অবলা নই,
সময়ে দুর্গা,কালী,ভবানী সাঁজতে পারি ।
প্রতিবাদ,সংগ্রাম,অসুর দমন করতে পারি।
আমরা নারী, আমরা
সব কিছুই পারি।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ