সুখের সন্ধানে



         ✍️অভিজিৎ চক্রবর্ত্তী
 
অগণিত আশার উৎপত্তি হয় হৃদয়ের উৎসমুখ হতে। 
ইচ্ছে গুলো প্রবাহিত হয় হৃদয়ের নদী পথে ।।
ধীরে ধীরে উতপ্ত জল বাষ্পায়িত হয় মনের আকাশেতে। 
অতৃপ্ত সব ব্যর্থ আশা ঘনীভূত হয় মেঘের রাজ্য পথে।। 
গভীর শোকে কান্না হয়ে ঝরে নীল গগন হতে। 
বাঁধ ভাঙা জল প্লাবন হয়ে ছুটে পুনরায় নদী পথে।। 
মনের আঙিনায় কামনার জন্ম অকালে ঝড়ে যাওয়া। 
ঝড় হয়ে আসে জীবনে ভেসে বিপরীত মুখী হাওয়া।। 
তবু কেন মন স্বপ্ন দেখায় চাওয়া পাওয়ার দরবারে। 
সুখের আশায় হেরে যায় মন জীবনে বারে বারে।। 
সুখের পিছু পিছু ছুটে যায় মন শোক হয়ে ফিরে কাছে। 
হৃদয়ের কান্না লুকিয়ে মন লাশ হয়ে শুধু বাঁচে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ