সময়ে ব্যবধান


                ✍️ দেবশ্রী দেবনাথ

একই সময়-
কারো ঘরে নতুন অতিথি 
গাইছে আনন্দে গান,
কারো ঘরে কান্নার রোল
নিভে গেছে একটি প্রাণ । 

একই সময়-
কারো ঘরে খুশির আমেজে
বিরিয়ানি-মাংস রান্না  ,
কারো ঘরে অন্নও জোটেনি
নিত্যসঙ্গী কান্না । 

একই সময়-
শিক্ষিত ছেলেটি  প্রতিষ্ঠিত  
চাকরির প্রস্তাব পেল,
আবার ,কোথাও এক শিক্ষিত ছেলে
বেকারই রয়ে গেল। 

একই সময়-
একটি মেয়ে স্বাধীনচেতা
দিল স্বপ্নের উড়ান,
সেই সময়ই কোনো মেয়ে গৃহবন্দী
স্বপ্নগুলো ভেঙেচুড়ে খান খান। 

একই সময়-
কারো চোখে খুশির জোয়ার 
কারো হাসিটা ম্লান,
কারো ভাঙছে, কারো গড়ছে
শুধুমাত্র সময়ে ব্যবধান। 

            

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ