✍️ মায়া রানী মজুমদার
মনুষ্য জীবনের
ঘাত প্রতিঘাত,
নীরবে সহ্য করে
সহস্র আঘাত।
কত কথা রয়ে যায়
অতি গোপনে,
বিপদের ভয়ে তাই
থাকে সন্তর্পণে।
মনের যত সব
দুঃখ, ব্যথা বেদনা,
মনের অন্তঃস্থলেই
রয় আনমনা।
রণকান্ড বেঁধে যায়
কভু শান্তি নাই,
প্রকাশিতেই ভীতু ভাবে
তাই রয় সবাই।
নিরীহ মানুষের উপর
অকথ্য কত অত্যাচার,
অন্যায়ের প্রতিবাদে
চাই মোরা প্রতিকার।
0 মন্তব্যসমূহ