✍️ সংহিতা ভট্টাচার্য্য
বৃষ্টির সাথে আমার সখ্যতা সেই শৈশব থেকে
বৃষ্টি হলেই কাগজের নৌকা ভাসিয়ে দিতাম জলে...
হেলেদুলে নৌকা চলতে শুরু করতেই
খুশিতে লাফিয়ে উঠতাম।
কৈশোরে বৃষ্টির সাথে বন্ধন আরও নিবিড় হলো
বৃষ্টিকে জড়িয়ে ধরে ভিজতাম এক অদ্ভুত সুখে।
কলেজ জীবনে বৃষ্টিকে নিয়ে লিখেছি প্রায় হাজার খানেক কবিতা--
কখনো করতলে কখনো হৃদয়ে কখনো গায়ে মেখে ভেসে যেতাম কবিতার ভেলায়।
আজকাল বৃষ্টি এলেই প্রচন্ড কান্না পায় আমার
বুকের ভিতর কিসের হাহাকার নিজেও ঠিক বুঝি না।
আমার দু'চোখ বেয়ে বন্যা নামে...
কলকল শব্দে বইতে থাকে আমার মনের উঠান জুড়ে।
0 মন্তব্যসমূহ