বিদায় ক্ষণে


                   ✍️অমৃকা মজুমদার


পড়ে থাক বাইশ ঘুটঘুটে জীর্ণ প্রাচীরে,
হেসে খেলে এসে গেছি তেইশের তীরে।
ভালো মন্দে কেটে গেছে বিগত বছর,
কতো অমূল্য প্রাণ ছেড়ে গেছে পরপর।
সুখ দুঃখের মালা গাঁথি ভুবনের বাটে,
ইতিরেখা টানতে হয় যে নিত্য এ হাটে।
থাক না বাইশ পড়ে তিক্ত স্মৃতির পাতায়,
নব খুশির খবর লিখবো তেইশের পাতায়।
মুছে যাক কষ্ট সব শেষ গোধূলির অস্তরাগে,
নতুন আশা নতুন স্বপ্ন ফুটুক না মনের বাগে।
আগামীর জন্য জায়গা দিতে হবে ছেড়ে,
কল্পতরু রোপণ করবো সুখ আসুক তেড়ে।
আশার প্রদীপ সযত্নে সাজাই বরণ ডালায়,
নতুনকে স্বাগত জানাই রকমারি মালায়।
দূর হউক গ্লানি,হউক সবাই সুস্থ নীরোগ,
বিষাদ স্মৃতি ভুলে করবো সবাই উপভোগ।
বেদনা জমে থাক স্মৃতির পরিত্যক্ত কোণে,
তেইশ তাই হয়তো নক্সীকাঁথায় সুখ বোনে।
গুটি কয়েক বৃদ্ধাশ্রমে পড়ুক এবার তালা,
সন্তানের ঘরে পিতামাতার ফিরবার পালা।
 মারণ জীবানু নাশ হউক বাইশে ছিলো যত,
নতুন রবি আশার আলো ছড়িয়ে দিক শত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ