এক বিশ্ব এক পরিবার


              ✍️মাধুরী লোধ 

শ্যামলী মায়ের রোগ সারাতে
  লাগাই গাছের চারা
দেহ মনের ঘাম মুছতে
  আঁচল পাবো মোরা।
পশু পাখি থাকবে সুখে
পাবেন মানুষ আয়ের পথ
এক বিশ্ব এক পরিবার
চলবে বেগে সাম্যের রথ ।
গাছ লাগাবো ভূমি ক্ষয় রোধে
  হবে না বন্যা মরুভূমি
  থাকবে না বায়ু জল দূষণ
ক্যনসার শ্বাস রোগ হাঁপানি ।
আপন স্বার্থে বনকেটে 
   করছে যারা শশান ভূমি
আমরা কেড়ে নেবো তাদের অস্ত্র
 সাজবো সবাই সাপের ফণি ।
 রোগ সারাবো ভূমি মায়ের
  এসো সবাই গাছ লাগাই
পতিত জমিতে করবো ফল বাগান
   হবে আবর্জনা সাফাই ।
বিজ্ঞানীজগদীশ চন্দ্র বসুর মতো
 বুজবো সবাই বনের অসুখ
আর মারবো না পায়ে কুড়াল
  চাই না মানুষের অকাল মরন শোক ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ