মায়ের অনুভূতি


            ✍️যুস্মিতা দাসগুপ্ত

যখন আমি বুঝলাম 
তুই এলি আমার কাছে,
হাসতে হাসতে চোখের জল 
এসে গেল নিমেষে।

অপেক্ষায় রইলাম নয়টি মাস
কত কষ্ট সহ্য করে,
তবুও রইলাম হাসি মুখে
কাউকে বুঝতে দিলাম নারে।

অবশেষে দিন শেষ হলে
তুর চেহারা দেখতে পেলাম,
একরাশ কষ্ট নিয়ে
কোথায় যেন হারিয়ে গেলাম,
তখন বুঝলাম, আমি যে মা হলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ