✍️প্রতীক হালদার
সুখী হতে চায় যে সবাই
ছোট এই জীবনেতে,
সুখ পাখি দেখা দিয়ে
উড়ে যায় অজানাতে।
স্বপ্ন তবুও সাজে
রোজ রোজ মনের ঘরে,
কখনও যায় ভেঙে সে
হঠাৎ ই অচিন ঝড়ে।
অশনি সংকেতে তে
ভরসা যায় হারিয়ে,
বিপদের আগমনী
ভয় কে দেয় বাড়িয়ে।
মনের ই আকাশ জুড়ে
মেঘেরা সারি সারি,
কে যে কোন দিকেতে ?
এখন ই দেবে পাড়ি।
আচমকা বৃষ্টি নামে
ঝড়ে পরে মুষল ধারার,
শান্ত হৃদয় পাড়া
ব্যাথারা দৌড়ে পালায়।
মনের ই মেঘ কেটে যায়
নতুন এক সূর্য আসে,
মনের ই আকাশে তে
রামধনু মুচকি হাসে।
0 মন্তব্যসমূহ