✍️অনুরাগ ভৌমিক
বৃষ্টির পর পরগাছার মতো উঁকি দিই আকাশে,একটু আলোর খোঁজে।
বর্ষা আরো তৃষ্ণার্ত করেই চলে যায়,
যেন ছোট্ট পাখিটির অবিশ্রাম ডাক।
তার মতো উড়তে পারিনা,
তার মতো বিরহ ঝাড়তে পারিনা;
তবু উড়ে যেতে চাই শান্তির দেশে।
গভীর নীলে,অনন্ত গহীনে;
যেখানে আমি আর সে প্রিয় প্রতিবেশী...
0 মন্তব্যসমূহ