✍️গৌরব নাথ
আমি এলোমেলো করে ভাবতে থাকি সারাক্ষণ
স্পষ্ট, সুষ্ঠ এরকম কিছুই ভাবতে পারি না
নতুন নতুন শিশুদের ইতর বলতে আমি দ্বিধা বোধ করি না
যেন চিন্তা যেন এক একটি দুঃশ্চিন্তা,
এক একটি বোঝা
কোনো মানুষকেই শুদ্ধ মনে হয় না
আমি এতটাও ভাবি, কেন জানি এরকমই ভাবি
কোনো কিছু ভালো লাগে যে, বুঝি না,
আবার লাগেও না যে তাও বুঝিনা
কিছুই আমাকে ধরে রাখতে পারে না
বাবার মৃত্যু শোকও না,
কোনো সুন্দরকে আমার সুন্দর মনে হয় না
এ যে আমার তীব্র অসুখ
যেন বুঝি, যেন বুঝিও না
0 মন্তব্যসমূহ