✍️ জওহরলাল দাস
বাংলার মুক্তিসূর্য, বাঙালির প্রান
বাংলা মায়ের বীরসন্তান শেখ মুজিবুর রহমান।
পূর্ব বাঙলার মুক্তিদূত তুমি হে মহীয়ান!
স্বৈরাচারী পাক্- বাহিনীর বিরুদ্ধে তুমি ছিলে আগুয়ান
পাক্- স্বৈরশাসকের শত অন্যায় অত্যাচারে তুমি আপোসহীন, অকুতোভয় দুর্বার সৈনিক
বাংলার শতকোটি জনতার শৃঙ্খল ভেঙে দিয়েছো শান্তি- সুখ ।
তুমি বাংলার বটবৃক্ষ, তুমি কোটী জনতার আশ্রয় ,
পরাধীনতার নাগপাশ ছিন্ন করে এনেছো বাংলা মায়ের জয়।
তুমি নির্ভীক, দুর্বার, দুর্জয়
বাংলার ইতিহাসে তুমি থাকবে চির অমর, অক্ষয়।
0 মন্তব্যসমূহ