বাঙালীদের হিন্দী ভাষায় আপত্তি!?

               ✍️ রাজা দেবরায়


প্রথমেই বলে রাখি যেকোনো ভাষা (শুধু ভাষাই নয়, যেকোনো ব্যাপারে) চাপিয়ে দেওয়ার বিপক্ষে আমি, আশা করি আমরা সবাই। আর সব ভাষাকেই সম্মানের চোখেই দেখি। তবে অধিক গুরুত্ব দিই নিজের মাতৃভাষাকে। কারণ মাতৃভাষায় ভাবতে পারি, অনর্গল কথা বলতে পারি, স্বাচ্ছন্দ্য বোধ করি। 

ভারতের দক্ষিণ দিকে বসবাসকারীরা বা "দক্ষিণ ভারতীয়"রা হিন্দীকে কখনোই আমল দেননি সেভাবে। তাঁরা তাঁদের মাতৃভাষাকেই অধিক গুরুত্ব দেন। যদিও বিদেশী ভাষা "ইংলিশ"কে আমল দেন। তবুও তাঁদের হিন্দী ভাষায় আপত্তির গুরুত্ব দেন প্রায় সবাই।

কিন্তু অনেক (বলা ভালো অধিকাংশ) শ্রদ্ধেয় বাঙালীরা উঠতে বসতে হিন্দী গান শুনছেন, গাইছেন। সঙ্গে ইংরেজীও আছে অবশ্যই। বাঙালীরা হিন্দী সিরিয়্যাল দেখছেন, হিন্দী নিউজ শুনছেন, হিন্দীতে কথা বলছেন। অনেক স্কুলেই হিন্দী পড়ানোও হয়।

এখন কথা হলো তারপরেও হিন্দীতে আপত্তি কেনো!? অবশ্য একটা যুক্তি থাকতে পারে যে চাপানোর ব্যাপারটা মানছেননা। কিন্তু হিন্দী তো দাপটের সাথেই চলছে বাঙালীদের মাঝে! তাহলে আপত্তি কেনো!?

আর নিজের মাতৃভাষার প্রতি কতটুকু শ্রদ্ধা বা যথাযোগ্য সম্মান দেখাতে পারছি আমরা বাঙালীরা?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ