নারীরুপী


             ✍️ রিপন সিংহ 

জন্মান্তর ধরে তোমার অপেক্ষায়  আছি,
বর্ষার বাতায়নে, চাতকের মতো ।
মেঘের কাছাকাছি।
কমল হয়ে ডাকলে আমায়,
ভ্রমর হয়ে  আসি।
বৃষ্টি ভেজা  তোমার নরম রূপে 
আমি স্নাত, শুধু তোমায় ভালবাসি।

আমার হৃদয় ডাকে বারেবারে,
শুধু তোমারে।
দৃষ্টিতে দেখিনা যারে;
সেই তুমি হৃদ-মাঝারে।
চির শ্রী ,লাবন্যময়ী ---

পৃথিবীর বর্ণে বর্ণে তোমার হাসি,
সিঁদুরে,মুক্তায়,নববধূর অঙ্গ সজ্জায়।
তোমার স্পর্শ পেয়েছি অনুভবে,
সুর শুনেছি ঘুমন্ত নীরবে।
 তুমিতো সেই প্রণয়ী আমার,
তবু ছলনায় হায় ছলিলে আবার!

  চোখে আর অন্য কিছু নেই,
 তৃপ্তি নেই আমার মনে,
 অকারনে--
আমি আজ আর আমি নই
হে মোর জীবন-ধন, 
শোন, কথা কই --
আমি তোমাতেই হারিয়েছি যখন।
তাই তো তোমার ব্রত করেছি গ্রহন
সর্বস্ব ত্যাগ করে
দুবাহু বাড়াও, নিয়ে যাও মোরে।
ওগো মোর একান্ত আপন,
আমারি জীবনের অমূল্য রতন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ