✍️চন্দন পাল
কোথায়? কোথায় ছিল ?
পাঁচ হাজার বছর আগের গীতায়,
আড়াই হাজার বছর আগের ত্রিপিটকে,
দুই হাজার বছর আগের বাইবেলে,
দেড় হাজার বছর আগের কোরানে !!
হ্যাঁ, ওখানেই ছিল, হ্যাঁ ওগুলোতেই ছিল।
শুনেছি, একবার কিষ্কিন্ধ্যায় খুইয়েছে, খুইয়েছে শকুনির পাশাখেলায়।
তারপর গলগথায়, কারবালায়, মায়ানমারে, সিরিয়ায় শেষে বাংলায় বাংলায়।
সেদিন,
কে যেন আবার চিৎকার করে করে খুঁজলো!
চুপ চিৎকারে খুঁজলো, চলন্ত গাড়িতে পা বাঁধা অবলা জীবটা !
"তোমরা কে কোথায় আছো-- ও পড়শী? ও প্রশাসন ?
আমার কাকুরে কারা,,,,, "!
কাকু কি ভাল বেসেছিল?
বেসেছিল কি গীতা বাইবেল কোরান ত্রিপটকের সন্তানেরা!
বুঝেছিল কি ভালবাসা কারে কয় ?
কিভাবে ভালবাসতে হয় ?
চলো, অপরকে ভাল রাখার পথটি খুঁজি, ভাল রাখার পথটি খুঁজি।
,,,,,,,,,,,,,
জীব, কাকুঃ সব দলধর্মের প্রতীকী
কিষ্কিন্ধাঃ বালীসুগ্রীব কান্ড
পাশাখেলাঃ সূচাগ্র মেদিনী কান্ড
গলগথাঃ যিশু বধ্যভূমি
কারবালাঃ নবী বধ্যভূমি
0 মন্তব্যসমূহ