গলি থেকে রাজপথ


                ✍️সুচিত্রা  দাস

তোমাকে  নিয়ে অগোছালো  বৃত্তান্তের বৃথা চেষ্টায় 
আজম্ম উদাসীন আত্মভোলা 
উদ্দেশ্যহীন  সড়কের শেষ সীমানা  পর্যন্ত  হেঁটে  যেতে পারি।
খাঁ খাঁ রোদ্দুরে রাজপথ  ঘুরে ঘুরে  ঘর্মাক্ত শরীরে খড়স্রোতা হবার লোভে জড়িয়ে  ধরেছ অনেকবার।
বন্ধ কপাটে ছেঁড়া আঁচলে ঘাম মোছাতে গিয়ে হেসে ফেলেছি বিপ্লবের উন্মাদনায়।
বোকার মতো দীর্ঘশ্বাস  ফেলে সৈনিক হয়ে  আওড়ে গেছ  কবিতা 
হাজারো পদাতিকের ভীড়ে হারিয়ে  গেছ গলি থেকে রাজপথে 
কেউ শুনতে চায় নি তোমার  কথা ; উন্মাদের তকমা সেঁটে পাশ কেটেছে তোমারই বাল্যবন্ধু -- অনিমেষ।
শক্ত চোয়ালে ঝরে পড়েছে প্রতিবাদের সংলাপ

বিবর্ণ পৃথিবীতে  কুহকের  ছায়া ক্রমশ গ্রাস করেছে তোমার  অস্তিত্ব 
কোলাহলমুখর পথ ছেড়ে একদিন শুয়ে রইলে ধবধবে সাদা বিছানায়  
আমার  রুদ্র মহাপ্রস্হানের পথে গলি থেকে রাজপথে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ