কেউ কম নয়


               ✍️পাপিয়া দাস

মা যেমন স্নেহের  মায়া
বাবা  বটের ছায়া।

মা করে খাবার তৈরি
বাবা জোগায়  টাকা করি।

মা অসুস্থায় যত্ন নেয়
বাবা ঔষুধ পত্র কিনে দেয়।

মা আদর করে দুষ্টুমি ঘুচায়
বাবা মানুষ হতে  জ্ঞানের প্রদীপ জ্বালায়।

মা সন্তানের জন‍্য খাবার ঘুম ত‍্যাগ করতে পারে
বাবা অভাব কাটাতে সুস্বাস্থের   চিন্তা ছেড়ে দিতে পারে।


মা,বাবা কেউ কম বেশী নয়- এ ধরনীতে
লিখে গেলাম আমার কবিতার শ্লোকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ