নিশাচর কবির স্বপ্ন ভ্রম


                ✍️স্বর্ণা রায়

লাশকাটা ঘরে তাকে যেতে দেখেছি কতকাল 
দেখেছি হিজলের তলে নতুন করে নিজেকে আবিষ্কার করতে 

রাজার সাম্রাজ্যে প্রজার শাসন আনবে বলে 
নিশাচর হয়েছে কয়েক শতাব্দীর  আগের কবিরা
বহুকাল দেখেছি তাদের দুঃস্বপ্নের ঘোরে 
আজও দেখেছি তাদের প্রভাত শীতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ