✍️ রূপালী রায়
সে যে তুমি
দূরত্বে হয়েছো বিলিন
এক রাশ ভেজা স্বপ্নের আড়ালে
সাথে করে নিয়ে গেলে আমার
গৃহকোণের একটা প্রদীপ ।
দিতে যদি চাও
ফিরিয়ে কিছু
চাইবো শুধু একটু সময় ।
বেণীমাধব আমার বাড়ি আর এসো না ।
আমাদের বেমানান সম্পর্কে
কত আলোচনা বাকি থেকে গেলো বলো ।
তোমায় জন্য যে প্রেম আমার
কবিতার আড়ালে
হারিয়েছে ছন্দ
দ্বিতীয়বার সে প্রেমের প্রেমিক হতে চাই না আর ।
হারিয়েছি যা নিয়তির নিয়মে
ভাসিয়েছি সবটুকু জেনো
বেণীমাধব আর এসো না ।
0 মন্তব্যসমূহ