সুখ-দুঃখ

         
              ✍️তাহমিনা কোরাইশী 

ঢিলেঢালা পোশাকের ফেরিওয়ালা
পৌঁছে দেয় ঘরে ঘরে যত কষ্ট যাতনা জ্বালা
দুঃখের সাথে মেলামেশায় আছে দারুণ মাখামাখি
সাদামাটা তার অবয়ব
ছুঁয়ে থাকতে কতই আপন আপন লাগে তারে।
আর সুখ আসে কেতাদুরস্ত অভজাত পোশাকে
শার্ট-প্যান্টে ফিট বাবুটি যেনো
সামনে এসে দাঁড়ায় ক্ষণকাল
যেনো শীতের অতিথি পাখি
তবুও আমার সরোবরে উল্লসিত উলুধ্বনি
সচরাচর তার নাগাল পাওয়া ভার
নাকাল সময়ে উড়ন্ত ডানায় দেবে সে উড়াল।
সুখ আর দুঃখের টানাপোড়েন এই এক জীবন
তবুও পাঁজরে জমে থাকে কতই না হাপিত্যাশ
দুখের সাথে নিত্যই ওঠাবসা ভালোবাসাহীন এক জীবন।
হায় সুখ!
সুখ সুখ বলে দুঃখেরই মাঝে করি আহাজারি!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ