মাধুরী লোধ ✍️
ছুটতে ছুটতে লিফট এ দাড়ালো শমিতা ।সুইচ টিপলো তিন তলার ।দড়জা ধা করে বন্ধ হবার আগেই বাইরে সুইচ এ হাত রাখলো জয় । থেমে গেল লিফট , ঘামতে ঘামতে বললো জয় সরি । আপনাকে আটকে দিলাম ।
মুচকি হাসি হেসে শমিতা বলে সিরিয়াসলি কিছু নেই । ওপরে যাচ্ছি আডডা দিতে । এখন লাঞ্চ ব্রেক ।
হাসলো জয় শমিতা । দুজনের শ্বাস প্রশ্বাস আটকে যাচ্ছে দুজনের নাকে ।
শুরু হলো জানাচেনা , পরিচয় পরিচিতি ।জয় কাজ করে নিচের তলায় কম্পিউটার সেকশনের বড়বাবু । শমিতা ক্যাশ দেখছে দোতলায় ।উপর তলায় বসেন অডিটর যিনি ইনকাম ট্যাক্স এর কাজ দেখেন ।
এভাবেই অনেক দিন দেখা হয়েছে কথা হয়েছে ,হাসি মস্করা হয়েছে লিফট চড়ে তিনতলায় উঠতে গিয়ে । কাজে অকাজে বা আডডা দিতে গিয়ে ।
একদিন প্রেম নিবেদন করে জয় শমিতা কে ।
শমিতা বলে সম্ভব নয় । আমি প্রেম বিয়ে কিছুই করবো না । চাকুরী করছি অনেক দায়িত্ব পালন করতে হবে আমাকে ।
জয় বলে দায়িত্ব পালন এর সাথে বিয়ে করবো না বিষয়টি মানায় না । বিয়ে একপ্রকার দায়িত্ব কর্তব্য । আমি ও চাকুরী করছি অনেক দায়িত্ব পালন করছি । দায়িত্ব কর্তব্য সমষ্টি গত । বিয়ে নিজস্ব বিষয় ।স্্সার সন্তান উত্তরাধিকারীদের পৃথিবীতে আনা যারা বৃদ্ধ বয়সে অন্ধের যষঠী হবে । শেষ বয়সে ঔষধি পথ্য বা সন্তান দের কাঁধে চড়ে শশান যাত্রার আশায় ।
লিফট এসে থামে নিচের তলায় । শমিতা চলে যায় চলন্ত অটো রিক্সায় ।
জয় ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে থাকে তার মোটরসাইকেল এর সামনে । ছুটির ঘন্টা বেজেছে ।সবাই চলছে যে যার ঠিকানায় ।
পরদিন শমিতা আর জয় ,মুখোমুখি হয় লিফট এ ।হাসে পরস্পরের দিকে তাকিয়ে ।
জয় বলে আমি কি তোমার যোগ্য ন ই ,
শমিতা জয় এর হাত চেপে ধরে বলে ।যোগ্য , যথেষ্ট যোগ্য , একশো শতাংশ যোগ্য ।
লিফট ধা আ করে তিন তলায় উঠে ।জয় আর শমিতার শ্বাসপ্রশ্বাস আর দু'জনের গায়ের দামী সেন্ট এর সুগন্ধি মৌ মৌ করে লিফট এর ধাতব খাপ খোপে । ।
প্রেম এদের দুজনের কোন খোপে বাসা বেঁধেছে ,আকার আয়তন কি জানে না বুঝে না লিফট ।
0 মন্তব্যসমূহ