নিবারণ নাথ ✍️
অন্যরকম গল্পে ডুবে গিয়ে দেখি
অনাথ শরীর
তার বাড়ি নেই, ঘর নেই
চর্তুদিকে দরোজা
মা খালাস করেই চম্পট
বাবা হয়তো বা কেউ
অনাথকে ঘিরে কৌতুহলের শেষ নেই
মা কে?
বাবা?
নিষ্ঠুরতার শেষ কোথায়?
ভাবতে ভাবতে চাইল্ড লাইনের
লোকেরা এসে
শিশুটাকে নিয়ে গেলো।
কেউ বলে অবৈধ
কেউ বলে অভাব তাড়নার শিকার
প্রশ্ন উঠে অমানবিকতার।
*******
0 মন্তব্যসমূহ