প্রবীর পাঁন্ডে ✍️
হে দেবী প্রশান্ত ময়ী মধুরে সুন্দরে,-
বাড়ায়ে দক্ষিণ কর আজ চিরতরে
বিরহ প্রবাস হতে নিয়ে চলো মোরে,
তোমার আলোর দেশে,সৌন্দর্য নগরে;
মল্লিকার বেড়া ঘেরা শেফালির বনে,
বিটপি লতার কুঞ্জে,কুসুম ভবনে।
দিয়ো পেতে একখানা কৃষ্ণ কুশাসন,
তোমার চরণ তলে করি গো শয়ন।
লভিব অন্তর মাঝে আমি সর্বক্ষণ
মৃন্ময়ী প্রকৃতির শুভ্র আলিঙ্গন।
আনিবে বহন করে বসন্ত বাতাস
মলয় চন্দন গন্ধ,জ্যোৎস্না প্রকাশ
অঙ্গে অঙ্গে ঢেলে দিয়ে পরিমল সূধা
চুম্বন করিবে শিরে আমর্ত্য বসূধা।
ঝরনার কলস্রোত কল কল সুরে
বাজিবে কানের পাশে সারাক্ষণ ধরে,
বনানীর নির্জনতা দুবাহু বাড়ায়ে
সর্বদা বক্ষের'পরে রহিবে জড়ায়ে।
প্রভাত পাখির গান, রবির কিরণ
আমার নয়ন-মন করিবে হরণ।
দেখিব নয়ন মেলে হইয়া বিভোর
অনিন্দ্য সুন্দর রূপ, মূর্তি মনোহর।
0 মন্তব্যসমূহ