দীপক রঞ্জন কর ✍️
ভারত ভূমিতে জন্ম আমার
গৌরব করে বলতে চাই,
এ দেশের আলো বাতাস
এমন আর কোথায় পাই।
এই মাটিতে নতমস্তকে
পূর্বপুরুষদের স্পর্শ পাই,
এদেশের সুনাম শুনলে
তৃষ্ণা খিদে ভুলে যাই।
শস্য শ্যামলা জন্মভূমি
দেশকে ভালোবেসে যাই,
এ দেশেতে জন্ম আমার
এই দেশেতে হোক ঠাই।
জন্মভূমি মায়ের মত
মায়ের কোলে বসত তাই
মায়ের স্নেহে মায়ের আদরে
দেশের তরে বাঁচতে চাই।
ধন-সম্পদ প্রাচর্যে ভরা
আমাদের এই জন্মভূমি,
বীর শহীদের বলিদানে
ভারত মাতা স্বাধীন তুমি।
0 মন্তব্যসমূহ