নতুন শুরু

জয়জীৎ সুর ✍️

সব দুঃখ কে ভুলে গিয়ে, 
সব কষ্ট কে পিছনে ফেলে, 
চলো আমরা সবাই মিলে, 
করি এক নতুন অধ্যায়ের সূচনা। 

যেখানে থাকবে না কোনো, 
শোক, কান্না কিংবা হাহাকার। 
থাকবে শুধুই মানুষের মুখে, 
একটি ঝলমলে হাসির টান। 

থাকবে না আর কেউ ক্ষুদার্ত, 
মিটে যাবে সবার খিদের জ্বালা, 
আবার ধন-ধন্যে ভরে ওঠবে 
আমাদের এই বসুন্ধরা। 

আবার আমরা সবাই মিলে, 
আনন্দে কাটাবো নতুন দিনগুলো, 
আবার আমরা একত্রে মাতবো উল্লাসে, 
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। 
                    

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ