হারিয়ে যাওয়া মানুষটা

সুমিতা বর্ধন ✍️

ফোঁটা ফোঁটা বৃষ্টির জল জমিয়ে
মনের ভেতর বানিয়েছিলাম
মস্ত এক পুকুর,
সেই পুকুরের স্বচ্ছ জলে
ডুব দিয়েছিলাম  কবেই,
পানকৌড়িদের সাথে জলকেলিতে
মেতে উঠেছিলাম ,
ভীষন সখ্যতা সেই পানকৌড়িদের সাথে
কিন্তু হঠাৎ সেই জলে ডুব সাঁতারে
হারিয়ে গেলো  ভালবাসার  পানকৌড়িটা,
বুকের ভেতরের  পুকুরটা কেমন শুকিয়ে গেলো,
মরুভূমির চরে হাঁটতে হাঁটতে
মরীচিকার তীব্র আলো তে 
হঠাৎ ই অনুভব করি
আমিই   হারিয়ে  যাওয়া সেই মানুষটা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ