শীতের ভোর

মনচলি চক্রবর্তী ✍️

শীতের শিশির ভেজা  ভোরে রোদ আর
কুয়াশার চলছে দারুণ খেলা। 
সোনালী ধানের গাছের শীষে
সোনা রোদ জড়িয়ে সাদা মেঘের ভেলা ।
হিমেল বাতাসে ভেসে 
পাখিরা যায় দূরে পাখা মেলে।
মাঠে কাটছে চাষিরা  সোনার ফসল
 ডিঙ্গি নিয়ে ভেসে যায় মাছের আশায় জেলে।
নতুন চালের পিঠেপুলির গন্ধ ভেসে আসে 
চারপাশে ।
 মন ভরে উঠে  পৌষের তেলেভাজা, আর
নলেন গুড়ের পায়েসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ