রেহানা বেগম হেনা ✍️
বেশ জমে উঠেছে হাট
ভিড় ঠাসাঠাসি, হাঁকডাক,
চলছে দাপাদাপি,
জাঁকজমক, জমজমাট।
পদযুগল ফেলা বড় দায়,
অনেকে বাইরে ঠায় অপেক্ষায়।
যে যার মতো সাজিয়েছে পসরা
দর কষাকষি, কোলাহলে মুখরিতেরা।
কেউবা হাঁকে চড়া দাম,
কেউবা নীরব – মূল্য কম
নীতি, নিয়ন্ত্রণ উঠেছে শিকেয়
অবাধে জিনিস মানুষ বিকয়।
দু' চারজন অবশ্য এখনও আছে স্থির
ন্যায় নীতি বোধ আঁকড়ে স্থবির।
বিকায়নি মেরুদন্ডহীনের ভিড়ে,
প্রলোভন সাগর গভীরে।
যাক না সময় গড়িয়ে আরও কিছু,
ওরা বদ্ধ পরিকর,
নিজেদের বিবেকের প্রতি নিচু,
নিয়েছে কঠোর ব্রত —
সময় বদলের অপেক্ষায়
আজও আছে ওরা সদা জাগ্রত।
0 মন্তব্যসমূহ