বড়মুড়া ইকোপার্ক, চাঁদ মুখ, ডেমছড়া

গোবিন্দ ধর ✍️

চাঁদ মুখের মুখোমুখি হলে

যদি চন্দ্রপুকুর নদীর তীরে একটু আড্ডা হয়

তবে বসবে চল? 


পাশাপাশি বসি চাঁদ মুখ থেকে 

আলো শুষে নেবো,চুমু খাবো

বিশ্রাম নেবো চন্দ্রপুকুর নদীর তীরে। 


তুমি চাঁদমুখ,তুমি রূপকথা

বুকের মাঝে লাফিয়ে ওঠা গোপন লাব ডুব। 
__________
চারদিকে সবুজ আর সবুজ

মাঝে একটি কাঠের ঘর

চলো বহুক্ষণ তাকিয়ে দেখি প্রকৃতি।


নিচে জলপ্রপাত। প্রবাহিত।পাখির কলকাকলি 

আর একটু ফিরে দেখার অবসর।


আমাদের দুপুর গিলে খাওয়া মোবাইল 

আর দিনরাত এক করার সিঁড়ি বেয়ে 

উঠছে নামছে মধ্যবিত্ত জীবন।


নিঝুম সন্ধ্যায়, একটু তো নিকটে আসি

চলো তুমি বাজাও হাওয়াইন গিটার। 
__________
আরোগ্য যোজনা প্রকল্প এবং 

খুব নির্ভরতায় আঘাত এলে চৌচির হয়ে যায় বিশ্বাস। 

বিশ্বাস অর্জনের সীমা সীমানা নেই। 

একে অপরের নিকট সমর্পনের পাশাপাশি 

সিংহ দরজার গোপন চাবি কোথায় লটকে আছে 

পরস্পর চোখ মুদে হাত যখন ঠিকঠাক জায়গায় যায়


বিশ্বাস পেকেছে বুঝুন লাভ ডুব সই।


একান্তে একটি রুটি ছুড়ে বললে ভালোবাসি? 

এরও অধিক গোপন জেবলাইনে 

কুশলেই তো আছে-দিকবিদিক।


সমস্ত ওম ও ওংকার মিশিয়ে বুকের ভেতর

একটি পায়রা পুষেছিলাম।

তারও চাই আরো আরো আরোগ্য যোজনা প্রকল্প!


আরোগ্যেরও আরো আরোগ্যের দরকার

তিনিও তেমন হাসপাতাল থেকে আরো এক

আরোগ্য নিকেতনেই শুয়ে আছেন।


আরোগ্য যোজনা প্রকল্পের শেষ নেই 

কারণ আরোগ্যেরও আরোগ্য চাই

যার প্রকৃত অসুখ -তারও চাই সুস্থতা অহর্নিশ।

একটি মন্তব্য পোস্ট করুন