সুপর্ণা মজুমদার রায় ✍️
বৃহত্বের সাথে আমিত্বকে
বিলিয়ে দিতে চাই,
আত্মাকে আজ পরমাত্মার
বন্ধু বানাতে চাই।
পরমাত্মার ক্ষুদ্র কণা
আত্মাকে সবে জানি,
পরমাত্মাকে কজনই বা
বন্ধু বলে মানি?
প্রকৃতি তো তাঁরই রূপ
সৃষ্টি স্থিতি লয়,
বৃহত্বের মাঝে সবই স্থিত
বৃহত্বের মাঝেই ক্ষয়।
-----------*******------------
0 মন্তব্যসমূহ