মিঠু মল্লিক বৈদ্য✍️
আমি ভালোবাসি বলে জোড় করবো না কখনো
তবে ওকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম একদিন,
ওর শীতলতায় নিজেকে নিয়ে যেতাম শান্তির ঘরে,
প্রখরতায় জ্বলে উঠতাম জ্বলন্ত অঙ্গারের মতো।
নিরহংকার চলনে খুঁজে নিতাম সুখ,
মাধুরীতে জীবন সুবাস, দীপ্ততায় তৃপ্তি।
সুমধুর বিভূষণে বাঁচার রসদ, আর নীরব
চাহনিতে এগিয়ে চলার মন্ত্র।
সত্যি বলছি; ভালোবাসি বলে জোড় করবো না,কারণ আমি জানিই না ওকে কি করে ভালোবাসতে হয়।
জানিনা ওকে ভালোবাসার মতো স্পর্ধা আছে কিনা,
জানিনা ওর পাশে আমায় মানাবে কিনা !
তবে হ্যাঁ ; ওকে ছাড়া কেমন যেন ছন্নছাড়া আমি,
ওকে নিয়ে ভাবতে, স্পন্ধিত হৃদয়ে ভালোবাসার
আগুন জ্বালিয়ে শব্দালঙ্কারে ঊর্বশীর রূপে
সাজিয়ে তোলে কেমন যেন তৃপ্তি অনুভব করি।
কারণে অকারণে ওকে নিয়ে অহেতুক মাতামাতিতে
ধমনী করে টগবগ, বয়ে যায় রক্ত প্লাবন।
সে আমার একান্ত প্রিয়, প্রাণপনে অনুভব করি
বিন্দু মাঝে সিন্ধু দর্শন ওর গভীরতায়।
সে যে আমার ভালোলাগার কবিতা, অজানা ভালোবাসা।
0 মন্তব্যসমূহ